News Details : BASIS SoftExpo 2023

image

ফেব্রুয়ারিতে বেসিস সফটএক্সপো

‘ডিজাইনিং দ্য ফিউচার’ স্ল্লোগানে ২২ ফেব্রুয়ারি থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বসছে ‘বেসিস সফটএক্সপো ২০১৮’। চার দিনের এ প্রদর্শনীতে ‘সফটওয়্যার সেবা প্রদর্শনী’, ‘উদ্ভাবনী মোবাইলসেবা’, ‘ডিজিটাল কমার্স’, ‘আইটিইএস ও বিপিও’ এবং ‘ক্লাউড কম্পিউটিং’ নামের পাঁচটি আলাদা জোনে দেশ-বিদেশের হালনাগাদ প্রযুক্তিসেবা তুলে ধরা হবে। আয়োজন করা হবে ৩০টিরও বেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক সেমিনার, বি-টু-বি ম্যাচমেকিং সেশন, আইটি জব ফেয়ার প্রভৃৃতি। গতকাল নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর জানান, দেশে তৈরি সফটওয়্যারের নিজস্ব চাহিদা পূরণে সক্ষমতা প্রদর্শন ও আস্থা তৈরি করাই এ প্রদর্শনীএতে দেশ-বিদেশের প্রায় ২০০ প্রতিষ্ঠান অংশ নেবে। উপস্থিত ছিলেন বেসিসের সহসভাপতি ফারহানা এ রহমান, বেসিস সফটএক্সপোর আহ্বায়ক ও বেসিস পরিচালক মোস্তাফিজুর রহমান, পরিচালক রিয়াদ এস এ হুসেন এবং দেলোয়ার হোসেন।


র লক্ষ্য।