বেসিস সফটএক্সপোতে জেবিটা ও বেসিস জাপান ডেস্কের মধ্যে চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ সরকারের পর দেশের প্রথম কোনো বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে বেসিস জাপান ডেস্কের সাথে একটি সমঝোতা চুক্তি সই করেছে জাপান বাংলাদেশ আইটি অ্যাসোসিয়েশন (জেবিটা)। চুক্তির আওতায় জেবিটা জাপানে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায় সম্প্রসারণ ও বেসিস জাপান ডেস্ক বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে জাপানের ব্যবসায়িক ক্ষেত্রগুলো নিয়ে কাজ করবে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি ২০২৩) পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিউশন সেন্টারে দেশের তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার খাতের জাতীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত ১৭তম ‘বেসিস সফটএক্সপো ২০২৩’ আয়োজনে এ সমঝোতা স্মারক সই হয়। বেসিস জাপান ডেস্কের পক্ষ থেকে বেসিস পরিচালক ও বেসিস জাপান ডেস্কের সভাপতি একেএম আহমেদুল ইসলাম বাবু ও জেবিটার প্রতিনিধি এই সমঝোতা স্মারকে সই করেন।