চাকরিপ্রত্যাশীদের পদচারণায় মুখরিত বেসিস সফটএক্সপো
সকাল ৯টা থেকে হাজারো চাকরিপ্রত্যাশীদের পদচারণায় মুখরিত রাজধানীর পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিউশন সেন্টার। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আইটি গ্রাজুয়েট ও আইটি প্রফেশনালরা আসতে শুরু করেন। এসেই সকলে তার পছন্দের আইটি কোম্পানিতে রেজিস্ট্রেশন করেন। একেক জন ৩-৫টি প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশন করেছেন। শেষে কোম্পানিগুলো চাকরিপ্রত্যাশী প্রার্থীদের যোগ্যতা ও দক্ষতা অনুসারে ইন্টারভিউ গ্রহণ করে।
এমন দৃশ্য ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত চারদিনব্যাপী ‘বেসিস সফটএক্সপো ২০২৩’ প্রদর্শনীর চতুর্থদিনের সকালে ‘আইসিটি ক্যারিয়ার ক্যাম্প অ্যান্ড জব ফেয়ার’ এ।
৫০০টি পদের বিপরীতে আইটি প্রফেশনাল নিয়োগের লক্ষ্যে বেসিস সফটএক্সপোর অংশ হিসেবে এ মেলা আয়োজনে সহযোগিতা করেছে দেশের চাকরি বিষয়ক শীর্ষ ওয়েবসাইট বিডিজবস ডটকম। দেশের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে মেলায় আইটি গ্রাজুয়েট ও আইটি প্রফেশনালরা চাকরির আবেদন করেন। ১০২টি চাকরিদাতা আইটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। পাঁচ সহস্রাধিক চাকরিপ্রতাশী এই চাকরি মেলায় অংশগ্রহণ করেছেন।