সফটএক্সপোতে দেশি-বিদেশি কোম্পানির বিটুবি সেশন অনুষ্ঠিত
করোনা মহামারির কারণে সব কিছুর মত থমকে গিয়েছিল ব্যবসা-বাণিজ্য। মহামারির প্রভাবে বন্ধ হয়েছিল আমদানি-রফতারি। তার প্রভাব পড়েছিল আইটি সেক্টরেও। তবে করোনার ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে আইটি সেক্টর। সম্প্রতি বাংলাদেশের আইটি সেক্টরকে এগিয়ে নিতে নানা উদ্দ্যোগ নিচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। তারই ধারাবাহিকতায় আয়োজন করা হয়েছে ১৭তম বেসিস সফটএক্সপো।